বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ মারা গেছেন

  18-01-2020 11:41AM

পিএনএস ডেস্ক:গিনেজ রেকর্ড অনুযায়ী খগেন্দ্র থাপাই বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পুরুষ। নেপালের এক হাসপাতালে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিল ২৭ বছর।

নেপালের এ বাসিন্দা হটাৎ নিউমোনিয়ায় আক্রান্ত হন। সংবাদসংস্থা এএফপি-কে দেয়া সাক্ষাত্‍কারে তার ভাই মহেশ থাপা মাগার বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিল সে। কিন্তু এবার ওর হৃদযন্ত্রও বিকল হয়ে পড়ে।

খগেন্দ্র থাপা মাগারের উচ্চতা ছিল মাত্র ৬৭.০৮ সেন্টিমিটার অর্থাত্‍ ২ ফুট ২.৪১ ইঞ্চি। নেপালের পোখারায় ১৪ অক্টোবর ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা রুপ বাহাদুর ও মাতা ধনমায়া। খগেন্দ্র থাপা তাদের প্রথম সন্তান। পুরো জীবন মা-বাবার সঙ্গেই কাটিয়েছেন তিনি।

খগেন্দ্র থাপাই
খগেন্দ্র থাপাই


বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ হিসেবে সারা জীবনে ১২টির বেশি দেশ ভ্রমণ করেছেন তিনি। ইউরোপ এবং আমেরিকার বেশ কয়েকটি টিভি চ্যানেলে সাক্ষাত্‍কারও দিয়েছেন। খগেন্দ্রের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর এডিটর ইন চিফ ক্রেইগ গ্লেনডে।

২০১০ সালে ১৮ বছরের জন্মদিনের পরই তাকে বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ হিসেবে ঘোষণা করা হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন