হিমালয়ে তুষার ধসে নিখোঁজ ৭ জনের ৪ জনই দ. কোরিয়ার

  18-01-2020 01:59PM

পিএনএস ডেস্ক: নেপালের অন্নপূর্ণা অঞ্চলে তুষার ধসে নিখোঁজ সাতজনের চার জনই দক্ষিণ কোরিয়ার বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। নিখোঁজ অপর তিনজন নেপালের নাগরিক। শনিবার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর দিয়েছে।

অন্নপূর্ণা বেজ ক্যাম্পের কাছে প্রায় ৩ হাজার ২৩০ মিটার উচ্চতায় এ দুর্ঘটনা ঘটে। অন্নপূর্ণা হচ্ছে হিমালয়ের সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট স্থানগুলোর অন্যতম। শুক্রবার প্রচন্ড তুষার ধসের পর এ ঘটনা ঘটে।

নেপালের পর্যটন বিভাগের মিরাঢাকাল বলেন, আমরা খবর পেয়েছি যে এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার চার ও নেপালের তিন নাগরিকের খোঁজ মিলছে না। তাদের সন্ধানে গত রাতে উদ্ধার দল পাঠানো হয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান ডান বাহাকুর কার্কি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন