কলকাতায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

  19-01-2020 11:46AM


পিএনএস ডেস্ক: ভারতের কলকাতার কাঁকুড়গাছি মোড়ের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। কাঁকুড়গাছি মোড়ের একটি বহুতল বাণিজ্যিক কমপ্লেক্সের দোতলায়। মূলত, শট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

স্থানীয় বাসিন্দারা আগুন লাগার খবর দেয়। তারপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন এবং ফুলবাগান থানার পুলিশ জোর কদমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনার চেষ্টা করছে।

পুলিশ বলছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করা হবে।

জানা গেছে, যে বহুতল ভবনের দোতলায় আগুন লেগেছে, সেখানে একটি জিম সেন্টার রয়েছে। ঘটনার সময় অনেকেই জিমের ভিতরে ছিল। তবে দ্রুত তারা সবাই নীচে নেমে আসায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সূত্র: কলকাতা২৪

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন