চীনে শক্তিশালী ভূমিকম্প

  20-01-2020 10:49AM

পিএনএস ডেস্ক: চীনের জিনজিয়াং প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাতে সাড়ে ৯টায় কাশগড় শহরের ১০০ কিলোমিটার উত্তরপূর্বে এই ভূমিকম্প আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পটির উপকেন্দ্রটি ভূপৃষ্ঠের তুলনামূলক কাছাকাছি। অঞ্চলটি পাহাড়ি ও মরুভূমি অঞ্চল হওয়ায় হতাহতের সম্ভাবনা কম। উৎপত্তিস্থলের কাছাকাছি বসতি খুব একটি না থাকলেও যেসব আছে সেগুলো কাচা ইট দিয়ে নির্মিত। ফলে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

চীনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকায়। এর আগে ২০০৩ সালে জিনজিয়াং প্রদেশে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২৬৮ জন নিহত হয়। তখন ওই অঞ্চলে ব্যাক ক্ষয়ক্ষতি হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন