ইয়েমেনে মসজিদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০০

  21-01-2020 08:55PM

পিএনএস ডেস্ক : ইয়েমেনে মসজিদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত একশ ছাড়িয়েছে। আহত হয়েছে বহু লোক। এ হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।

রবিবার সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সামরিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, রাজধানী সানার প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে মরিব প্রদেশে সামরিক ক্যাম্পের একটি মসজিদে মাগরিবের নামাজ চলার সময় হুতিরা এ হামলা চালায়।

টুইটার বার্তায় ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, ”আমরা মসজিদে হুতি মিলিশিয়াদের এ সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাই।’

সেনা মুখপাত্র জানান, নিহতদের মধ্যে সেনা ও বেসামরিক নাগরিক রয়েছে। হুতিদের এ হামলার কঠোর জবাব দেওয়া হবে।

হতাহতদের মরিব নগরী হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সেখানের এক হাসপাতাল সূত্র ৮৩ জনের মৃত্যুর ১৪৮ জন আহত হওয়ার কথা জানিয়েছিল।

তবে হুতিরা তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন