ভেনিজুয়েলায় আমাদের কাজ এখনো শেষ হয়নি: পম্পেও

  22-01-2020 07:23AM



পিএনএস ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ভেনিজুয়েলায় মার্কিন সরকারের উদ্দেশ্য এখনো সম্পূর্ণভাবে সফল হয়নি। সেখানে তাদের আরো কাজ বাকি রয়েছে।

ভেনিজুয়েলায় মার্কিন স্বার্থ হাসিল এবং দেশটির সরকারের ওপরে আরো বেশি চাপ সৃষ্টি করার জন্য মার্কিন প্রশাসন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভেনিজুয়েলায় বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চালিয়ে আসছে মার্কিন সরকার।

সোমবার (২০ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, নতুন করে নিষেধাজ্ঞা আরোপের অর্থ হচ্ছে মার্কিন প্রশাসন দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর প্রতি সমর্থন জানাচ্ছে।

পম্পেও বলেন, “আমি কোনো বিশেষ নিষেধাজ্ঞার কথা বলছি না তবে সবাই জানেন যে, ভেনিজুয়েলায় আমেরিকার কাজ শেষ হয়নি। আমেরিকার স্বার্থ হাসিলের জন্য এবং প্রেসিডেন্ট হিসেবে গুয়াইদোকে ক্ষমতায় বসানোর জন্য আমেরিকা সেখানে আরো কিছু কাজ করবে।”

এর আগে তেলসমৃদ্ধ ভেনিজুয়েলার ওপর মার্কিন সরকার কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ার জন্য ওয়াশিংটন মাদুরোর ওপর বারবার চাপ সৃষ্টি করেছে।

তবে তিনি কোনো চাপের মুখে নতি স্বীকার করেন নি। মাদুরোর পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন এবং ইরানসহ বেশ কয়েকটি দেশ।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন