করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি কতদূর এগিয়েছে?

  27-01-2020 01:11PM

পিএনএস ডেস্ক: এখন নতুন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। যা কেড়ে নিয়েছে অনেক মানুষের প্রাণ, এখনো আক্রান্ত আছে অনেক মানুষ। মারাত্মক এই ভাইরাসটি ধীরে ধীরে এক দেশ থেকে অন্য দেশেও ছড়াচ্ছে। করোনাভাইরাসের উৎপত্তি চীন থেকে।

চীন করোনাভাইরাসের চিকিৎসার জন্য ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। রহস্যময় করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের কাজ ‘একধাপ’ এগিয়েছে চীন। দ্য চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ঘোষণা দিয়েছে, গবেষকেরা ভাইরাসটি আলাদা করতে সক্ষম হয়েছেন।

চীনের ভাইরাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ইনস্টিটিউটের প্রধান শু ওয়েনবো সাংবাদিকদের বলেন, ভাইরাস আলাদা করার পর ভ্যাকসিন তৈরির উপযুক্ত প্রক্রিয়া নির্বাচনের কাজ চলছে।

ভ্যাকসিনের গবেষণা এবং সেটি তৈরি করা একটি জটিল প্রক্রিয়া। ব্যবহার উপযোগী করতে দুই থেকে তিন বছর লেগে যায়। দেশের এমন জরুরি মুহূর্তে শু আশা করছেন, ‘অল্প কয়েক’ বছরের মধ্যে তারা নতুন ভ্যাকসিনটি তৈরি করতে পারবেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন