চাপে পড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: রুহানি

  17-02-2020 01:53PM


পিএনএস ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্রের কোন ধরনের চাপে ইরান আলোচনায় বসবেনা। ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্র যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তাতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার ইরানের রাজধানী তেহরানে সংবাদ সম্মেলনে হাসান রুহানি বলেন, মার্কিন কর্মকর্তারা এখন বুঝতে পারছেন যে, তারা ভুল কৌশলে ইরান নিয়ে কাজ করেছেন। তারা ভেবেছিল, সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে দুর্বল করে আলোচনার টেবিলে বসাতে সক্ষম হবে। কিন্তু সেটা সম্ভব হয়নি, আমরা যথেষ্ট শক্তি ও মর্যাদা নিয়ে বিশ্বের সঙ্গে কথা বলেছি।

ইরানের প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, যদিও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের জনগণের কিছু সমস্যা হয়েছে বিশেষ করে সাধারণ জনগণের, তবে তারা দেশের শত্রুদেরকে কোনভাবেই সফল কিংবা লাভবান হতে দেবেন না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন