করোনাভাইরাসে উহানে হাসপাতাল পরিচালকের মৃত্যু

  18-02-2020 03:04PM

পিএনএস ডেস্ক: চীনে করোনাভাইরাস (কভিড-১৯) ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র উহান শহরে এক হাসপাতাল পরিচালক মঙ্গলবার মারা গেছেন।

এএফপি জানায়, দেশব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে এটি ছিল হাসপাতাল কর্মীর সর্বশেষ মৃত্যুর ঘটনা।

এদিকে মঙ্গলবার সকালে দেশটির হেলথ কমিশনের বরাত দিয়ে আলজাজিরা জানায়, সোমবার নাগাদ কমপক্ষে ১ হাজার ৮৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৪৩৬ জন।

সোমবার হুবেই প্রদেশে মারা যায় ৯৩ জন। দেশের অন্য অঞ্চলে মারা যায় আরও ৫ জন।


গত বছরের শেষের দিকে উহান থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি’র খবরে বলা হয়, উহানের উচাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিং মঙ্গলবার সকালে মারা যান। এর আগে তাকে বাঁচানোর জোর প্রচেষ্টা চালানো হয়।

এদিকে, সরকারি পরিসংখ্যান অনুযায়ী এ ভাইরাসে আক্রান্ত এক হাজার ৭১৬ জন হাসপাতাল কর্মীর মধ্যে আরও কমপক্ষে ছয়জন মারা গেছেন।

করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ। এই রোগের কোনো প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই। মৃতদের অধিকাংশই বয়স্ক যাদের আগে থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ছিল।

সম্প্রতি ছড়িয়ে পড়া এই রোগের লক্ষণ হলো- শুকনো কাশির পর জ্বর আসে। সপ্তাহখানেক পর শ্বাস-প্রশ্বাস কমে যায়। এরপর আক্রান্তদের মধ্যে কিছু লোককে হাসপাতালে ভর্তির প্রয়োজন দেখা দেয়। প্রতি চারজনের একজনের অবস্থা খুবই খারাপ হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন