অস্ট্রেলিয়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২

  20-02-2020 11:54PM

পিএনএস ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে সিডনিগামী দেশটির একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত দু'জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন।

দেশটির জরুরি সেবা বিভাগ বলছে, মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে ট্রেনটি ওয়ালান শহরের কাছে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় দু'জন মারা গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

অ্যাম্বুলেন্স ভিক্টোরিয়া বলছে, দুর্ঘটনায় আহত একজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মেলবোর্নে নেয়া হয়েছে। অন্য চারজনকে স্থিতিশীল অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও অনেক মানুষকে পর্যবেক্ষণ করা হয়েছে। কিন্তু তাদের কেউই গুরুতর জখম আহত নন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে আছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, সিডনিগামী ওই ট্রেনে প্রায় ১৬০ জন আরোহী ছিলেন। স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ২০টিরও বেশি জরুরি সেবা বিভাগের গাড়ি পাঠানো হয়।
সূত্র: এএফপি।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন