মোদির কাছে ৫০ হাজার কোটি টাকা পান মমতা

  21-02-2020 01:43PM

পিএনএস ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে মমতার রাজ্যের পাওনা ৪৯ হাজার ৬১৯ কোটি টাকা। বার বার বলার পরও সেই পাওনা শোধ করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই এবার মোদির কাছে চিঠি লিখে সেই টাকা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চার পাতার চিঠিতে মমতা মোদিকে লিখেছেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। প্রাপ্য টাকা পেলে রাজ্যে আরও উন্নয়ন করব’। ওই অর্থ না পাওয়ায় রাজ্য চালাতে সমস্যায় পড়তে হচ্ছে বলেও মোদিকে জানান মমতা।

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কলকাতা বন্দরের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী। রাজ্যের দাবিদাওয়া নিয়ে সে দিন রাজভবনে গিয়ে মোদির সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছিলেন মমতা। প্রধানমন্ত্রী তাকে দিল্লি গিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছিলেন। সে কথা মুখ্যমন্ত্রীই তখন সাংবাদিকদের জানান। এরপর পশ্চিমবঙ্গ রাজ্যর বাজেট হয়ে গিয়েছে। ২০১৯-’২০ আর্থিক হিসাব দেখার পরই প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা।

প্রধানমন্ত্রীর কাছে ‘ন্যায্য’ দাবি জানিয়ে রাজ্যের জন্য ৫০ হাজার কোটি টাকা চেয়েছেন মমতা। এর মধ্যে ২০১৯-’২০ অর্থবর্ষের বাজেটে উল্লিখিত কেন্দ্রীয় করের অংশ হিসেবে প্রাপ্য ১১ হাজার ২১২ কোটি টাকা। কেন্দ্রীয় অনুদান বাবদ পাওনা ৩৬ হাজার কোটি টাকা। জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্যের কোষাগারে ২৪০৬ কোটি টাকা আসার কথা।

কেন্দ্রীয় প্রাপ্য করের টাকা প্রতি মাসের প্রথম দিনের বদলে কুড়ি তারিখে পাওয়ায় কোষাগারে টান পড়ছে বলে চিঠিতে উল্লেখ করেছেন মমতা। কেন্দ্রীয় অনুদান বাবদ পাওনা ৩৬ হাজার কোটি টাকা দ্রুত বরাদ্দ করার জন্য লিখেছেন মুখ্যমন্ত্রী। জিএসটি ক্ষতিপূরণের অক্টোবর-নভেম্বরের পাওনা টাকা কেন্দ্র দিয়েছে ফেব্রুয়ারিতে। এই খাতেও মোদির কাছে মমতার রাজ্যের পাওনা ২৪০০ কোটি টাকা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন