করোনাভাইরাস, প্রদর্শনী ও সম্মেলন স্থগিত হওয়ায় ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

  23-02-2020 01:22PM


পিএনএস ডেস্ক: মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী ২৪টির বেশি প্রদর্শনী ও সম্মেলন স্থগিত ও বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেল, বিমান সংস্থা, বিনোদন, বিপণন, রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা। ফলে এতে প্রায় ২.৫ ট্রিলিয়ন ডলার সমপরিমাণ বাণিজ্য ক্ষতিগ্রস্থ হয়েছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে কভিড-১৯ নামের করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রও চীন ও হংকংয়ের সঙ্গে বিমান চলাচল নিষিদ্ধ করে। এতে চীন ও যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বাণিজ্যিক প্রদর্শনী ও সম্মেলন বাতিল ও স্থগিত হয়। করপোরেশনগুলো বিশ্বব্যাপী বিভিন্ন সম্মেলনে না যেতে নির্বাহীদের প্রতি নির্দেশনা দিয়েছেন।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ২৫টির বেশি দেশের নাগরিক আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৪০০ জনের। সূত্র: সিএনবিসি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন