ভারতের সঙ্গে ট্রাম্পের ৩ হাজার কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি

  24-02-2020 08:03PM



পিএনএস ডেস্ক : ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হবে কি না তা নিয়ে যখন ধোঁয়াশা চলছে, তখন ভারতের মোতেরা স্টেডিয়ামে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, ৩ হাজার কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চলেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, ‘আমার প্রিয় দেশে আপনাদের অবদানের জন্য ধন্যবাদ। আমেরিকার অর্থনীতি এখন দৌড়চ্ছে। আমাদের পারস্পরিক সম্পর্ক আরও বাড়াতেই আমি ভারতে এসেছি। প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে আমরা দু দেশের সম্পর্ক আরও মজবুত করব। আমরা সেরা প্রতিরক্ষার সরঞ্জাম তৈরি করি, এ বার তা আমরা ভারতের সঙ্গে ভাগ করে নেব। আগামিকাল আমরা ৩ হাজার কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি সই করবো।’

ভারতের ভূয়সী প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসলামিক উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ে আমরা দুই দেশ এক। সম্প্রতি আমরা আইসিস-কে জবাব দিয়েছি, ওদের নেতাকে মেরেছি। সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে লড়বে। সীমান্তে জঙ্গি কার্যকলাপ ঠেকাতে পাকিস্তানের সঙ্গেও আমরা কাজ করছি। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আরও ভালো হয়েছে।’

এরপরেই ভারতের ধর্ম নিরপেক্ষতার প্রশংসা শোনা যায় ট্রাম্পের গলায়। বলেন, ‘মানবতাকে আশা জাগাচ্ছে ভারত। মাত্র ৭০ বছরে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ও শক্তিশালী দেশ ভারত। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে গ্রামে গ্রামে বিদ্যুত্‍ পৌঁছে গিয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি মধ্যবিত্তের বাস হতে চলেছে ভারত।’

মোদির সম্পর্কে ট্রাম্প বলেন, ‘ভারত এখন আমাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। প্রধানমন্ত্রী মোদি চাওয়ালা থেকে শুরু করে এখন বিশাল ভোটে জিতে প্রধানমন্ত্রী। মোদি কঠোর পরিশ্রমি মানুষ, দেখিয়ে দিয়েছেন, সব সম্ভব। উনি বন্ধুত্বপূর্ণ কিন্তু কঠিন।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন