কলকাতার রাস্তায় ফের দেখা যাবে ‘দোতলা বাস’

  25-02-2020 03:09PM


পিএনএস ডেস্ক: একটা সময় দোতলা বাস (ডাবল ডেকার) ছিল কলকাতার ঐহিত্য, অন্যতম আকর্ষণ। কিন্তু ৯০-এর দশকের শুরুতেই তা চলে যায় স্মৃতির পাতায়। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির সরকারের উদ্যোগে প্রায় তিন দশক পর সেই ঐতিহ্যবাহী দোতলা বাস ফিরে আসতে চলেছে কলকাতার রাস্তায়।

রাজ্যের পরিবহন মন্ত্রণালয় সূত্রে খবর সবকিছু ঠিক থাকলে আগামী মার্চেই কলকাতায় দেখা যেতে পারে এই দোতলা বাস। জানা গেছে, পরিবহন মন্ত্রণালয়ের তরফে বাসগুলির নকশা ঠিক করে দেওয়া হয়েছে এবং সেইমতো এগুলি নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যেই দুইটি ডাবল ডেকার বাস পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত। এই মাসের শেষে চূড়ান্ত ছাড়পত্র পেলেই এই দুইটি ডাবল ডেকার বাস পথ চলা শুরু করবে।

পরিবহন মন্ত্রণালয়ের সচিব এন.এস নিগম জানান ‘এই বাসগুলির ছাদ খোলা থাকবে এবং এই নকশা সফল হলে পরবর্তীতে আরও একাধিক বাস তৈরি করা হবে।’ তিনি আরও জানান ‘আপাতত এই দুইটি ছাদ খোলা ডাবল ডেকার বাস পর্যটকদের জন্য ব্যবহার করা হবে। আমাদের নিজস্ব নকশা দিয়ে এই বাসগুলি নির্মাণ করা হবে।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন