দিল্লির সংঘর্ষের বন্দুকধারী শাহরুখ আটক

  25-02-2020 03:12PM

পিএনএস ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দিল্লিতে সংঘর্ষ শুরু হওয়ার পর বন্দুক হাতে ভাইরাল হওয়া নায়কোচিত চেহারার সেই যুবককে আটক করেছে পুলিশ। তার নাম শাহরুখ বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পন্থী ও বিরোধী সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর-পূর্ব দিল্লি। দুই শিবিরের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি। ছোড়া হয় পেট্রলবোমা। চলে পাথর বৃষ্টি এবং গুলি। অনেকের হাতে তরোয়ালও দেখা যায়। সেই ঘটনায় এক পুলিশকর্মী-সহ এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সেই অশান্তির মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, লাল টি-শার্ট পরা ওই যুবক পিস্তল উঁচিয়ে এক পুলিশকর্মীর দিকে তাক করছেন। প্রথমে আকাশে ও পরে রাস্তার ধারে আট রাউন্ড গুলি চালান। পুলিশকে লক্ষ্য করেও গুলি চালান তিনি।

পরে ওই যুবককে চিহ্নিত করা হয়। জানা যায়, তার নাম শাহরুখ। আপাতত তাকে আটক করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন