করোনাভাইরাস, স্লোভেনিয়ায় সর্বোচ্চ সতর্কতা

  26-02-2020 10:44AM


পিএনএস ডেস্ক: স্লোভেনিয়ার স্বাস্থ্য মন্ত্রী আলেস শাবেদার গোটা দেশজুড়ে করোনাভাইরাসের বিস্তার রোধে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন।

স্লোভেনিয়ার পার্শ্ববর্তী দেশ ইতালিতে করোনাভাইরাসে ১১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৩২২ জন। আয়তনে ছোট্ট দেশ স্লোভেনিয়া নানা কারণে ইতালির ওপর নির্ভরশীল। তাই পার্শ্ববর্তী অস্ট্রিয়ার মতো ইতালির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে পারছে না তারা। স্লোভেনিয়া থেকে হাজারো মানুষ ইতালিতে যাতায়াত করে তেমনি ইতালি থেকেও অনেক মানুষ নানা কারণে স্লোভেনিয়াতে আসে।

তবে ভাইরাসের বিস্তাররোধে ইতোমধ্যে ইউনিভার্সিটি অব প্রিমর্সকাসহ কপার, পোর্তোরস, ইজোলা সাগরের তীরবর্তী অঞ্চলগুলোতে অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাময়িকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে।

স্লোভেনিয়ার স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া সর্বশেষ বিবৃতি অনুযায়ী স্লোভেনিয়াতে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন