আফগানিস্তানে অস্ট্রেলিয়ান বাহিনীর যুদ্ধাপরাধের তদন্ত চলছে

  27-02-2020 09:50AM


পিএনএস ডেস্ক: নিজেদের বিশেষ বাহিনীর বিরুদ্ধে ৫৫টি যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করছে অস্ট্রেলিয়া। আফগানিস্তানের সাধারণ মানুষ ও বন্দীদের হত্যা করাসহ বিভিন্ন অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সামরিক পর্যবেক্ষক।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর মহাপরিদর্শকের কার্যালয় থেকে প্রকাশিত বার্ষিক রিপোর্টে বলা হয়, আফগানিস্তানে অবস্থানের সময় অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে। যুদ্ধের সময় বেসামরিক নাগরিক হত্যা কিংবা যুদ্ধরত নয়, এমন মানুষকে বেআইনিভাবে হত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল সেনাদের বিরুদ্ধে। এ ছাড়া ওইসব ব্যক্তির প্রতি নির্দয় আচরণের অভিযোগও ওঠে। তবে যুদ্ধ চলাকালীন উত্তপ্ত সময়ের কোনো অভিযোগকে এ তদন্তের আওতায় আনা হবে না বলে খবরে উল্লেখ করা হয়েছে।

বিচারক পল ব্রেরেটনের নেতৃত্বে চলমান তদন্তে ৩৩৮ জন অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের অধীনে আফগান যুদ্ধে জড়িয়ে পড়ে অস্ট্রেলিয়া। সূত্র : এএফপি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন