মানুষের পর এবার ‘করোনাভাইরাসে আক্রান্ত’ কুকুর

  28-02-2020 10:45AM


পিএনএস ডেস্ক: চীনে মহামারী রূপ নিয়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসে বৃহস্পতিবার আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে, বৃহস্পতিবার পর্যন্ত শুধু চীনেই করোনায় মারা গেছেন ২ হাজার ৭৮৮ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৮২৪ জন।

এদিকে, মানুষের পর এবার প্রথমবারের মতো একটি কুকুর প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। খবর বিবিসি ও টাইমের।

হংকংয়ে ওই পোষা কুকুরটির মালিকও করোনায় আক্রান্ত। ‘দুর্বল প্রকৃতির’ করোনায় অক্রান্ত কুকুরটিকে এখন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছে, এই প্রাণীটি নিশ্চিতভাবে করোনায় আক্রান্ত হয়েছে কিনা তা আরও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন