কেনিয়ায় জার্মান সেনাবাহিনীর ৬০ লাখ মাস্ক গায়েব

  25-03-2020 01:17PM

পিএনএস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ৬০ লাখ মাস্ক তৈরির অর্ডার দিয়েছিল জার্মান সেনাবাহিনী। টাকা-পয়সা প্রস্তুত, মাস্ক হাতে পৌঁছালেই সব লেনদেন চুকিয়ে দেয়া হবে। কিন্তু তার আগেই বিমানবন্দর থেকে হারিয়ে গেছে সব মাস্ক। জার্মানি না পৌঁছে সেগুলো চলে গেছে অন্য কোথাও।

তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির খবরে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধে ৬০ লাখ মাস্ক তৈরির অর্ডার দিয়েছিল জার্মান সেনাবাহিনী। কিন্তু মাস্কগুলো তৈরি করার পর বিমানবন্দর থেকে সেগুলোর আর হদিস নেই।

এ বিষয়ে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিল, সেনাদের জন্য ৬০ লাখ মাস্ক জোগাড় করতে। তাদের চাহিদা অনুযায়ী একটি বিদেশি প্রতিষ্ঠানকে মাস্ক তৈরির দায়িত্ব দেয়া হয়। মাস্ক হাতে পৌঁছালেই মূল্য পরিশোধ করা হবে বলে ডিল নির্ধারিত হয়। কিন্তু তার আগেই বিমানবন্দর থেকে মাস্কগুলো হারিয়ে যায়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন