ভারতে লকডাউন: তেলেঙ্গানায় ঘরের বাইরে দেখামাত্র গুলি!

  25-03-2020 04:05PM

পিএনএস ডেস্ক : চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে কভিড-১৯ করোনাভাইরাস। সারা বিশ্বে ৪ লাখ ২২ হাজার ৮২৯ ব্যক্তি আক্রান্ত হয়েছেন। ১৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। কোনো টিকা না থাকায় করোনা ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশেই এখন লকডাউন করে রাখা হয়েছে। ভারতজুড়েও লকডাউন ঘোষিত হয়েছে।

এদিকে, মানুষ সেই নির্দেশ না মানলে ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করা হবে। দেখা মাত্র গুলিরও নির্দেশ দেওয়া হবে। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুলিশ ও সরকারকে সহযোগিতা না-করলে আমেরিকার মতো সেনা নামানো হবে।

লকডাউন ভেঙে মানুষ রাস্তায় বের হওয়ার তীব্র সমালোচনা করে চন্দ্রশেখর জানিয়েছেন, সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কঠোরভাবে কারফিউ পালন করা হবে। আর প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান বন্ধ করে দিতে হবে। লকডাউনের সময় সব মন্ত্রী, বিধায়ক, জেলা পরিষদ, ওয়ার্ড সদস্য, কর্পোরেটর, জেলা পরিষদ ও পৌরসভার সদস্যদের পুলিশ ও অন্যান্য কর্মকর্তাদের সাহায্য করতেও নির্দেশ দিয়েছেন তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন