৯/১১ হামলার পর এমন প্রস্তুতি নেয়া হয়েছিল নিউ ইয়র্কে, অস্থায়ী মর্গ স্থাপন

  26-03-2020 11:14AM


পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রে কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অবস্থা সবচেয়ে বেশি করুণ। নিউ ইয়র্ক সিটি বেলেভিউ হাসপাতাল তাঁবু ও রেফ্রিজারেটেড ট্রাকসহ অস্থায়ী মর্গ স্থাপন করেছে। শীঘ্র করোনাভাইরাস নিউ ইয়র্কে আরও আগ্রাসী আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তারই প্রস্তুতি হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক সিটি অফিসের প্রধান মেডিকেল কর্মকর্তা এক বিবৃতিতে জানান, নিউ ইয়র্কে আগেই জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং জন স্বাস্থ্যখাতে সঙ্কট তৈরি হয়েেছে। সম্ভাব্য সবকিছুর জন্য প্রস্তুতি নিয়ে রাখছে কর্তৃপক্ষ।

৯/১১ হামলার পর এমন প্রস্তুতি নেওয়া হয়েছিল নিউ ইয়র্কে। মরদেহ ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার কাছেও সাহায্য চেয়েছে নিউ ইয়র্ক।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন