ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

  27-03-2020 06:19PM

পিএনএস ডেস্ক:ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার করোনা পরীক্ষায় ফল পজিটিভ এসেছে বলে এক ভিডিও বার্তায় বরিস নিজেই জানিয়েছেন। সেজন্য স্বেচ্ছা আইসোলেশনে গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

করোনা: কিছু দেশ মাস্ক ব্যবহার করছে, কিছু দেশ করছে না
গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের আক্রমণে কাঁপছে। আর এর মধ্যে বরিসের এমন বার্তায় তার পক্ষে-বিপক্ষে অনেকে মত দিয়েছেন। কেউ কেউ বরিসের প্রশংসা করে বলছেন তার মতো অন্যরা নিজেরা করোনা আক্রান্ত হলে নির্দিদায় বলবেন এবং চিকিৎসার পাশাপাশি পরিবারের যত্ন নিবেন।

কিন্তু কেউ কেউ আবার বরিসের সমালোচনা করে বলেন, যেখানে দায়িত্বশীল একটা পদে থেকে বরিস নিজেই করোনায় আক্রান্ত সেখানে সে কিভাবে মানুষের খেয়াল রাখবেন। তার অবশ্যই আরো সচেতন থাকা উচিত ছিলো।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন