টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৫

  28-03-2020 11:28AM


পিএনএস ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের কান্দিলায় সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

শনিবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্টভর্তি একটি ট্রাক শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ট্রাকের উপরের যাত্রীরা সিমেন্টের নিচে চাপা পড়ে ঘটনস্থলেই ৫ জন নিহত হয়। এই ঘটনায় আহত হয় অন্তত ১১ জন। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও জানান, হতাহতরা সিমেন্ট ভর্তি ট্রাকে চড়ে কম ভাড়ায় রংপুর যাচ্ছিলেন। তাদের অনেকের বাড়ি রংপুর জেলায়। তারা ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ট্রাকে উঠেছিল। তারা দিন মজুর ও শ্রমিক বলে জানায় এলাকাবাসী।

রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন