পশ্চিমবঙ্গে বিয়ে বাড়ি থেকে করোনায় আক্রান্ত ৩

  29-03-2020 12:35PM


পিএনএস ডেস্ক: পশ্চিমবঙ্গের পূর্ব মেদনীপুরে এক বিয়ে বাড়ি থেকে ৩ জনের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছে। বিয়েতে অংশগ্রহণকারী আরো ৫০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

করোনায় আক্রান্ত ৩ জনের মধ্যে প্রথম জন বৃদ্ধের বয়স ৬৬ বছর। করোনা পজেটিভ আসার পর কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। বিয়ে বাড়িতে তার সংস্পর্শে ছিলেন এমন ১৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাকি দুজনের মধ্যে একজন ৫৬বছর বয়সী নারী। আরেকজন ৭৬ বছর বয়সী তাদের। তাদের দুজনেরই করোনা পজেটিভ ধরা পড়ে গতকাল।

বিয়েতে অংশগ্রহণ করা ৪ জন ছিলো যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে আগত।চিকিৎসকদের ধারণা ওই বিয়ে বাড়ি আরো অনেকেরই প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার স্বাস্থ্য কর্মকতা এ ঘটনাকে জটিল বলে ব্যাখ্যা করেছেন। কারণ বিয়েতে অংশগ্রহণকারী সবাইকে চিহ্নিত করতে অনেক বেশি বেগ পেতে হবে। আর না করতে পারলে তাদের থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি।

করোনা আতঙ্কে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে ৩৫ হাজার মানুষ হোম কোয়ারেন্টিনে আছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন