করোনার প্রভাব মোকাবেলায় আফ্রিকায় ৩ বিলিয়ন ডলারের তহবিল

  29-03-2020 03:08PM

পিএনএস ডেস্ক : কভিড-১৯ করোনাভাইরাসের প্রভাব কমিয়ে আনতে ৩ বিলিয়ন ডলারের তহবিলের ঘোষণা দিয়েছে আফ্রিকান এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক। এ তহবিল থেকে মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত আফ্রিকার দেশগুলোকে সহায়তা দেওয়া হবে।

ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, প্যানডেমিক ট্রেড ইমপ্যাক্ট মিটিগেশন ফ্যাসিলিটি নামের তহবিলের মাধ্যমে ব্যাংকটির সদস্য দেশগুলোকে আর্থিক, স্বাস্থ্যখাতে সহায়তা দেওয়া হবে।

ব্যাংকটির প্রেসিডেন্ট বেনেডিক্ট ওরামাহ বলেছেন, এ মহামারীর কারণে নানা ক্ষেত্রে আফ্রিকা ক্ষতিগ্রস্ত হয়েছে, পর্যটন খাতে আয় কমে গেছে, রেমিট্যান্স কমেছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে এবং পণ্য উৎপাদনও ক্ষতির সম্মুখীন হয়েছে। আফ্রিকায় বড় ধরনের এ সংকট মোকাবেলায় দ্রুত ও কার্যকরী আর্থিক পদক্ষেপের প্রয়োজন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন