করোনায় প্রাণ গেল কঙ্গোর সাবেক প্রেসিডেন্টের

  31-03-2020 08:16PM

পিএনএস ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার প্রাণ গেলো কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকিম ইয়োমবি-ওপানগোর (৮১)। সাবেক এই প্রেসিডেন্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে মারা গেছেন বলে জানা গেছে।

ওপানগোর পরিবারের সদস্যরা বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কঙ্গোর প্রেসিডেন্ট ছিলেন ওপানগো। ১৯৭৯ সালে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডেনিস স্যাসু এনগুয়েসু ওপানগোকে ক্ষমতাচ্যুত করেন।

১৯৯১ সালে দেশটিতে বহুদলীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থা চালু হয়। তার আগে বেশ কয়েক বছর কারাগারেই কাটাতে হয় ওপানগোকে। তবে ১৯৯৭ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

গৃহযুদ্ধ শুরু হলে ফ্রান্সের রাজধানী প্যারিসে নির্বাসনে যান ওপানগো। সেখানেই কয়েকদিন আগে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত সুস্থ হয়ে ফেরা হলো না তার।


উল্লেখ্য, ফ্রান্সে এখন পর্যন্ত ৪৪ হাজার ৫৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু বরণ করেছেন ৩০২৪ জন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন