সার্জিক্যাল মাস্কে করোনাভাইরাস বাঁচার মেয়াদ জানালেন গবেষকরা

  01-04-2020 04:45PM

পিএনএস ডেস্ক: বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস জীবিত থাকার মেয়াদের সময় নিয়ে অনবরত গবেষণা চালিয়েছিলেন গবেষকরা। সেই সব গবেষকরা সার্জিক্যাল ফেস মাস্কে করোনাভাইরাস বেঁচে থাকার সময় উল্লেখ করেছেন।

হংকংয়ের একদল গবেষক জানান, সার্জিক্যাল মাস্কের বাইরে সাতদিন করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। এদিকে কার্ডবোর্ডের ওপর ২৪ ঘণ্টার বেশি সময় করোনাভাইরাস বাঁচতে পারে না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তাদের দাবি অনুযায়ী পোস্টাল সার্ভিসকে ঝুঁকিমুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তারা আরো দাবি করেন, পরিবহন পণ্য থেকে ভাইরাস ছড়ানোর ঝুঁকি কম। এছাড়া সংবাদপত্রসহ প্রিন্টিং পেপারে মাত্র তিন ঘণ্টা ভাইরাসটি বেঁচে থাকতে পারে।

ইউনিভার্সিটি অব হংকংয়ের অ্যালেক্স চিনের নেতৃত্বে গবেষণা দল জানায়, ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেশি বেঁচে থাকে করোনাভাইরাস। তবে সাধারণ ঘরের তাপমাত্রায় সাতদিন পর্যন্ত শক্তিশালীভাবে বেঁচে থাকার সক্ষমতা রাখে। আর ১৪ দিন পর সেটি মারা যায়।

বিজ্ঞানীদের দাবি, ৫৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ মিনিটি ও ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ মিনিট ফুটালে করোনাভাইরাসের মৃত্যু ঘটবে। এছাড়া তিন ঘণ্টা তাপ পেলে প্রিন্টিং বা টিস্যু পেপারে ভাইরাসটি বাঁচতে পারে না।

ভাইরোলজিস্ট জর্জ লমোনসফট বলেন, কাপড়ে দুইদিন করোনাভাইরাস থাকতে পারে। আবার স্টেইনলেস স্টিলে সাতদিন পর্যন্ত ভাইরাসটি জীবিত থাকতে পারে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন