করোনাভাইরাস: আমেরিকায় একদিনে রেকর্ড ১,০৪১ জনের মৃত্যু

  02-04-2020 09:56AM


পিএনএস ডেস্ক: চীন-ইতালি-স্পেনকে মৃত্যুপুরীতে পরিণত করার পর প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে এবার লাশের মিছিল দীর্ঘ হচ্ছে আমেরিকায়। প্রতিদিনই মারা যাচ্ছে বহু সংখ্যক মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

এর আগে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশটিতে একদিনে রেকর্ড ৮৩০ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সেটি ছাড়িয়ে মারা গেছে ১,০৪১ জন, যা দেশটিতে করোনাভাইরাস আক্রমণের পর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

একদিনে ১,০৪১ জনের মৃত্যু হওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৪ জনে।

এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৯৭৬ জন। এ নিয়ে আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৪ হাজার ৫০৬ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় যে ১ হাজার ৪১ মারা গেছে, তার মধ্যে শুধু নিউইয়র্ক শহরেই মৃত্যু হয়েছে ৫০৫ জনের। শহরটিতে বর্তমানে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২১৯ জনে। গত ২৪ ঘণ্টায় এই শহরে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯১৮ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩হাজার ৯০১ জনে।

বিশ্বব্যাপী ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আক্রান্ত করেছে ৯ লাখ ৩৪ হাজার। প্রাণ কেড়েছে ৪৬ হাজার ৯০০ জনের। সূত্র: ওয়ার্ল্ডওমিটার

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন