করোনার নতুন পরীক্ষা পদ্ধতি আসছে এক সপ্তাহের মধ্যে

  03-04-2020 12:16PM


পিএনএস ডেস্ক: করোনার নতুন পরীক্ষা পদ্ধতির উন্নয়নে কাজ করছে যুক্তরাজ্যে। আগামী এক সপ্তাহের মধ্যেই করোনার পরীক্ষা পদ্ধতির উন্নয়ন করা সম্ভব হবে।

বর্তমানে সাধারণত দুই ভাবে কোভিড-১৯ এর টেস্ট করা হয়। প্রথমত মুখের লালা টেস্টের মাধ্যমে দ্বিতীয়ত অ্যান্টিবডি টেস্ট যার উন্নয়নের কাজ চলছে। এর মাধ্যমে সহজেই বলা সম্ভব শরীরে ভাইরাস আছে নাকি নেই।

বিবিসির দেওয়া বিবৃতিতে জানা যায়, এইচআইভি টেস্টের মত ফিংগার প্রিকের মাধ্যমে রক্ত নিয়ে পরীক্ষা করা হবে। অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে জানা যায় শরীরে ভাইরাস আছে কিনা এবং এ থেকে প্রতিরোধের উপায় কি।

বিট্রিশ কম্পানি যারা এইচআইভি নিয়ে কাজ করেছিলো তারা জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই করোনার পরীক্ষা পদ্ধতির উন্নয়ন করা সম্ভব হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন