কৃমি থেকে করোনার ওষুধ, ম্যাক্রন প্রশাসনের গ্রিন সিগন্যাল

  05-04-2020 06:11PM

পিএনএস (আব্দুস সোবহান, ফ্রান্স থেকে) : কোরোনা ভাইরাসের রোগীদের চিকিৎসা দিতে একটি ওষুধ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন প্রশাসন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে। বিএমএফটিভির সূত্রে জানা গেছে, ওষুধটি প্রস্তুত করা হয়েছে কৃমির রক্ত থেকে। কৃমির রক্তে হিমোগ্লোবিন বা লাল রক্তকণিকা অনুর উপস্থিতি পাওয়া গেছে। যা মানব দেহে উপস্থিত হিমোগ্লোবিনের চেয়ে ৪০ গুণ বেশি অক্সিজেন সরবরাহ করতে সক্ষম। ১০ থেকে ১৫ সেন্টিমিটার এই কৃমিরটি সাধারণত সমুদ্র সৈকতে দৃশ্যমান হয়।

করোনাভাইরাস মানুষের ফুসফুসে আক্রমণ করে, তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ সিনড্রোম অবস্থা তৈরি করে। যার ফলে রোগী ঠিক মতো শ্বাস নিতে পারে না।

এ সময় রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায়। ফলে রোগীর মস্তিষ্ক ও হৃদপিণ্ডের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গও অচল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

পিএনএস/ জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন