ভারতে করোনায় মৃত্যু ১১৮, আক্রান্ত ৪২৯৮

  06-04-2020 11:56AM

পিএনএস ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মৃত্যুও। দেশটিতে কোভিড-১৯য়ে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩২ জন। এ নিয়ে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৮ জনে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার পেরিয়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী মোট করোনা আক্রান্ত হয়েছেন চার হাজার ২৯৮ জন।

ভারতের অন্তত ২১টি রাজ্যে এক হাজার ৯৫ জন তাবলিগ জামাতের মুসল্লির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

মাত্র চার দিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের অভিযোগ, তাবলিগ জামাতের কারণেই দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এত দ্রুত বেড়েছে।

এদিকে প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে কীভাবে লড়াই করা যায়, তা নিয়ে শনিবার টেলিকনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

এছাড়া মোদির ডাকে রোববার রাতে ভারতে প্রদীপ জ্বালানো দিবস উদযাপিত হয়েছে। এসময় দীর্ঘ ৯ মিনিট বাড়ির আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ জ্বালানো কর্মসূচিতে অংশ নেয় গোটা দেশবাসী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন