করোনাভাইরাসের ওষুধ তৈরি করেছে ইরান

  06-04-2020 12:27PM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাস বিরোধী চলমান লড়াইয়ের অংশ হিসেবে ইরান প্রথমবারের মতো ওষুধ তৈরি করেছে। ওষুধটির জেনেরিক নাম ফ্যাভিপিরাভির হলে এটি টি-৭০৫ বা আভিজেন নামেও পরিচিত।

এ ওষুধ তৈরির কথা জানিয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিবেদিত রাজধানী তেহরানের অন্যতম শীর্ষস্থানীয় হাসপাতাল মাসিহ্‌ দানেশভারির প্রধান ডা. আলী আকবর বেলায়েতি।

সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বেলায়েতি ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

চিকিৎসা সেবায় নিয়োজিত হাসপাতালটির কর্মীদের সঙ্গে বৈঠকের সময় তিনি আরো জানান, তেহরানের শহিদ বেহেশতি চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ ওষুধটি তৈরি করেছে এবং তা হাসপাতালকে সরবরাহ করেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন