চীনে ফের করোনার থাবা, উপসর্গ ছাড়াই আক্রান্তের ঘটনায় উদ্বেগ

  06-04-2020 04:19PM

পিএনএস ডেস্ক : চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে। চীন দ্রুতই ভাইরাসটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এর প্রাদুর্ভাব থেকে এখনও নিরাপদ হতে পারছে না। দেশটিতে নতুন করে আবারও করোনা সংক্রমণ বাড়ছে। রবিবার (৫ এপ্রিল) দেশটিতে নতুন করে ৩১ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আজ সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, রবিবার একদিনে নতুন করে কোনো ধরনের উপসর্গ ছাড়াই ৭৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর আগের দিন এ সংখ্যাটা ছিল ৪৭ জন।

চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি এ ভাইরাসের সংক্রমণ প্রশমনে বেইজিং বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়ার পরও তাতে দেশটি সফল হচ্ছে না এখনও। নতুনভাবে, বিশেষ করে কোনো ধরনের উপসর্গ ছাড়াই অনেকের আক্রান্ত হওয়ার বিষয়টি ফের মারাত্মক উদ্বেগ সৃষ্টি করেছে চীনের জন্য।

এর আগে গত বছরের শেষের দিকে চীনে করোনা প্রাদুর্ভাব শুরু হয়। চীন সরকারের তথ্য মতে, সেখানে সাড়ে তিন হাজার মানুষ মারা গেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন