জর্ডানে ৩দিনের কারফিউ

  21-05-2020 04:51PM

পিএনএস ডেস্ক : কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়তে থাকায় সারাদেশে তিনদিনের কারফিউ ঘোষণা করেছে জর্ডান। বুধবার এ কথা জানান স্টেট ফর মিডিয়া অ্যাফেয়ার্সের মন্ত্রী আমজাদ আদাইলেহ। কারফিউ কার্যকর হবে বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাত থেকে এবং শেষ হবে রোববার মধ্যরাতে। স্বাস্থ্য কর্মী ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা কারফিউর আওতামুক্ত থাকবে। খবর গালফ নিউজের।

জর্ডানে মহামারির পরিস্থিতির ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হলো। গত কয়েকদিন ধরে সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এমনটা বলেছেন আদাইলেহ ।
স্বাস্থ্যমন্ত্রী সাদ জাবের বলেছেন, বুধবার নতুন করে ২৩ জনের করোনা পজিটিভ হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৭২ জন।

সংক্রমণ কমতে থাকায় এই মাসের শুরুতে বিশ্বের অন্যতম কঠোর লকডাউন শিথিল করেছিল জর্ডান। সরকার ওই সময় করোনাভাইরাস নির্মূলের ঘোষণা দেয়। একই সঙ্গে পরিস্থিতি ফের খারাপ হলে আবারো লকডাউন জারির সতর্কবার্তা দিয়েছিল সরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৪২ জন হেলথ কোয়ারেন্টাইনে রয়েছেন।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বুধবার দেশটির জন্য প্রায় ৪০ কোটি ডলার ঋণসহায়তা মঞ্জুর করেছে। করোনায় বিধ্বস্ত অর্থনীতির পুনর্গঠনে এই অর্থ ব্যয় করবে জর্ডান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন