উত্তপ্ত হংকং

  27-05-2020 03:35PM


পিএনএস ডেস্ক: বিতর্কিত জাতীয় সঙ্গীত বিলের বিরুদ্ধে ফের উত্তপ্ত হয়ে উঠেছে হংকং। বুধবার হংকং'র আইন সভায় এই বিলটি দ্বিতীয়বারের মতো উত্থাপনের করা হয়।

বিতর্কিত বিলে বলা হয়েছে, চীনের জাতীয় সংগীত অবমাননাকে অপরাধমূলক কর্মকাণ্ড বলে বিবেচনা করা হবে। এছাড়া এই বিল পাস হলে হংকং'র স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও বাধ্যতামূলক চীনের জাতীয় সংগীত গাইতে হবে।

হংকং'র স্থানীয় সময় সকাল ১১টায় আইন সভায় জাতীয় সঙ্গীতের এই বিতর্কিত বিলটি উত্থাপন করা হয়।
এদিকে এই বিল উত্থাপনকে কেন্দ্র করে আগেই রাজপথ দখলের হুমকি দিয়েছিলেন আন্দোলনকারীরা। হংকং'র আইন সভার বাইরেও বিপুল পরিমাণ দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইতোমধ্যে হংকং'র আইন সভার বাইরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

চ্যাং নামের ২৯ বছর বয়সী এক আন্দোলনকারী জানায়, যদিও আপনার মনের ভেতর ভয় আছে তবুও আপনাকে বলতে হবে।

এদিকে হংকংয়ে এখন পর্যন্ত ১৬ জন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন