ফের ফ্রান্সে বেড়েছে আক্রান্তের সংখ্যা!

  29-05-2020 03:01PM

পিএনএস ডেস্ক: নাটকীয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে গেল ২৪ ঘণ্টায় সেখানে ৩ হাজার ৩২৫ জন আক্রান্ত হয়েছে। বুধবার আক্রান্ত হয়েছিল ৩ হাজার! খবর আনাদোলু এজেন্সির।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১। সেরে উঠেছে ৬৭ হাজার ১৯১ জন।

তবে মৃতের সংখ্যা বাড়েনি। বৃহস্পতিবার (২৭ মে) দেশটিতে করোনা আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৬৬২। তার মধ্যে ১৮ হাজার ৩২৬ জন হাসপাতালে মারা গেছে। আর ১০ হাজার ৩৩৫ জন মারা গেছে নার্সিং হোমে।

দেশটিতে হাসপাতালে ভর্তি হওয়ার রোগীর সংখ্যাও কমেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৫ হাজার ২০৮ জন। যা আগের দিনের চেয়ে ৪৭২ জন কম। নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে ১ হাজার ৪২৯ জন। যা আগের দিনের চেয়ে ৭২ জন কম।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন