পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, ইমামসহ নিহত ২

  03-06-2020 11:37AM

পিএনএস ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ইমামসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। মঙ্গলবার (২ মে) স্থানীয় সময় সন্ধায় সুরক্ষিত গ্রিন জোনে মসজিদের ভেতরে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, এই মসজিদটি কড়া নিরাপত্তার কূটনৈতিক এলাকায় অবস্থিত।

এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, স্থানীয় সময় ৭টা ২৫ মিনিটে ওয়াজির আকবার খান মসজিদে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। মাগরিবের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা জড়ো হলে এই বিস্ফোরণ ঘটে। মুখপাত্র জানান, বিস্ফোরণে মসজিদের ইমাম মোল্লাহ মোহাম্মদ আয়াজ নিয়াজি নিহত হয়েছে। বিস্ফোরণে আহত হওয়ার পর হাসপাতালে তার মৃত্যু হয়।

কাবুলে একটি সড়কের পাশে রাখা বোমা বিস্ফোরণে সাত বেসামরিক নাগরিক নিহতের কয়েকদিন পর এই মসজিদে বোমা হামলা হলো। আগের হামলার জন্য কর্তৃপক্ষ তালেবানকে দায়ী করে আসছে। এই হামলার দায় কোনও সংগঠন বা গোষ্ঠী এখন পর্যন্ত স্বীকার করেনি।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, হামলায় নিহত নিয়াজী ছিলেন একজন বিখ্যাত আলেম, যিনি মসজিদে জুমার নামাজের ইমাম ছিলেন। তিনি ইসলামী আইন বিভাগে কাবুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও ছিলেন।

আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনির মুখপাত্র সিদ্দিক সিদ্দিকী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে টুইট করে বলেন, যারা আমাদের ওলামা ও নিরীহ জনগণের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক সহিংসতা চালায় তাদের বর্বরতা এবং অমানবিকতা প্রকাশ করে।

কাবুলে একটি সড়কের পাশে রাখা বোমা বিস্ফোরণে সাত বেসামরিক নাগরিক নিহতের কয়েকদিন পর এই মসজিদে বোমা হামলা হলো। আগের হামলার জন্য কর্তৃপক্ষ তালেবানকে দায়ী করে আসছে। এই হামলার দায় কোনও সংগঠন বা গোষ্ঠী এখন পর্যন্ত স্বীকার করেনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন