ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত-মৃত্যুর রেকর্ড

  04-06-2020 01:43PM

পিএনএস ডেস্ক: ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটি টানা চতুর্থদিন সর্বোচ্চ আক্রান্তের পাশাপাশি এবার মৃত্যুতেও নতুন রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন আরো ২৬০ জন। এতে মোট মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। এদিকে, দেশটিতে একদিনে আক্রান্তের সংখ্যাও বাড়তে বাড়তে এবার ৯ হাজারের ঘর ছুঁলো।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরো ৯ হাজার ৩০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত মোট বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৯১৯ জনে। মারা গেছেন মোট ৬ হাজার ৭৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৪ হাজার ১০৬ জন।

রাজ্যগুলোর মধ্যে এখনো সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। সেখানে একদিনে রেকর্ড ১২২ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ২ হাজার ৫৮৭ জনের। মোট আক্রান্ত ৭৪ হাজার ৮৬০ জন। ১ হাজার ১২২ জনের প্রাণহানিতে মৃত্যুর তালিকায় ভারতে দ্বিতীয় স্থানে গুজরাট। এছাড়া আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরে আছে তামিলনাড়ু (২৫৮৭২) ও দিল্লি (২৩৬৪৫)। তামিলনাড়ুতে টানা চতুর্থ দিন এক হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। আর ট্রেন, বাস বা বিমানে করে আসা প্রত্যেকের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে দিল্লি সরকার।

উল্লেখ্য, বিশ্বের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশের তালিকায় বর্তমানে সপ্তম স্থানে রয়েছে ভারত। তবে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে শিগগিরই তারা ইতালিকে ছাড়িয়ে ছয় নম্বরে চলে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন