ভারতে একদিনে সর্বোচ্চ করোনাক্রান্ত ৯৮৫১, মৃত্যু ২৭৩

  05-06-2020 03:03PM

পিএনএস ডেস্ক: আবারও করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের রেকর্ড গড়ল ভারত। দেশটিতে একদিনে ৯ হাজার ৮৫১ জনের করোনা শনাক্ত হয়েছ এবং মৃত্যু হয়েছে ২৭৩ জনের। সরকারি হিসাব অনুযায়ী, একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্ত আর মৃত্যুর রেকর্ড।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন শেষে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ লাখ ২৬ হাজার ৭৭০ জন। মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৩৪৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯ হাজার ৪৬২ জন। সুস্থতার হার ৪৮.২৭ শতাংশ।

আক্রান্তের হিসাবে ভারত সপ্তম স্থানে, আর প্রাণহানিতে ১২তম। দেশটির অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। আক্রান্ত তো বটেই, মৃত্যুতেও দেশের শীর্ষে সেই রাষ্ট্র। সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ৭১০ জনের, মোট শনাক্ত ৭৭ হাজার ৭৯৩ জন।

২৫ মার্চ থেকে শুরু হওয়া লকডাউন পঞ্চম দফায় ঘোষণা করেছে ভারত। কিন্তু সংক্রমণ ঠেকাতে পারছে না তারা। এরই মধ্যে অর্থনীতির চাকা সচল করতে দোকানপাট ও শপিং মল খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন