একদিনে মৃত্যু ৫০৭২, শনাক্ত এক লাখ ৭৪ হাজার

  01-07-2020 11:32AM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাসের প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় আরো যোগ হলো পাঁচ হাজার ৭২ জন। বাড়ছে আক্রান্তের সংখ্যাও; একদিনে মোট শনাক্ত হয়েছে এক লাখ ৭৪ হাজার মানুষের শরীরে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৯১৩ জন। আক্রান্ত হয়েছেন এক কোটি পাঁচ লাখ ৮৫ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৫৭ লাখ ৯৫ হাজার ৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

ব্রাজিলে আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ মানুষ মারা গেল মঙ্গলবার। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১ হাজার ২৮০ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় মারা গেছেন ৫৯ হাজার ৫৯৪ জন। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ লাখ ৮৪ হাজার।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৭৬৪ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৩০ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ২৭ লাখ ২৭ হাজারের বেশি সংক্রমিত।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন