তুরস্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র 'আটমাকা' পরীক্ষা সফল

  05-07-2020 09:18AM


পিএনএস ডেস্ক: সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে তুরস্ক। এবার জাহাজ বিধ্বসী ক্ষেপণাস্ত্র 'আটমাকা'র সফলভাবে পরীক্ষা চালিয়েছে দেশটি। বুধবার (১ জুলাই) এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি ২২০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম।

শনিবার (৪ জুলাই) জাহাজ বিধ্বংসী এ ক্ষেপণাস্ত্রের একটি প্রোমোশনাল ভিডিও প্রকাশ করেছে ইয়েনি শাফাক। প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল দেমির টুইটে ভিডিওটি প্রকাশ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, এটি ২২০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ইসমাইল দেমির টুইটে জানান, তুরস্কের প্রথম দেশীয়ভাবে তৈরি সামুদ্রিক ক্ষেপণাস্ত্র 'আটমাকা'র সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে এবং শিগগিরই এটি সামরিক বাহিনীর অস্ত্রের তালিকাতে যোগ হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন