বাংলাদেশিদের বাঁশের পিটুনিতে ভারতের ৩ বিএসএফ সদস্য আহত!

  06-07-2020 05:30PM

পিএনএস ডেস্ক: পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশি পাচারকারীদের আক্রমণে তিন বিএসএফ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডটিভি।

বিএসএফ কর্মকর্তাদের বরাতে তারা জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিএসএফের বাঁশঘাটা চৌকের কাছে এ ঘটনা ঘটে।

ওই দিন সকাল সাড়ে দশটার দিকে ১০ থেকে ১২ বাংলাদেশি পাচারকারীকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা চ্যালেঞ্জ করে। পরে চোরাচালানীরা বিএসএফ দলকে ঘিরে ফেলে এবং ‘দা’ নামক ধারালো অস্ত্র এবং বাঁশের লাঠি দিয়ে তাদের উপর হামলা চালায়। এই হামলায় তিন বিএসএফ সদস্য আহত হয়েছে বলে জানান এক কর্মকর্তা।

পরে বিএসএফ সদস্যরা পাঁচ রাউন্ড গুলি চালায় এবং এরপরে চোরাচালানকারীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে দৌড়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ কর্মকর্তা এনডিটিভিকে এই তথ্য দেন। পরে ঘটনাস্থল থেকে আট কেজি গাঁজার একটি প্যাকেট জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন