চীনে শিক্ষার্থী বহনকারী লেকে পড়ে ২১ জনের মৃত্যু

  07-07-2020 05:19PM

পিএনএস ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে কলেজে বার্ষিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়ার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার গুয়াংজু প্রদেশে মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ ও দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় জরুরি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গুয়াংজুর আনশুন শহরের হংশান লেকের পাশ দিয়ে যাওয়ার সময় বাসটি রাস্তার পাশে রেলিং ভেঙে পানিতে পড়ে যায়। এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়, আহত হয় আরও ১৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে সরকার নিয়ন্ত্রিত সিসিটিভির খবরে বলা হয়েছে, বাসের অধিকাংশরাই ছিল কলেজের শিক্ষার্থী। তারা চীনের কলেজে কঠিন ভর্তি পরীক্ষা ‘গাওকাও’তে অংশগ্রহণ করতে যাচ্ছিল।

আহত সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন