মেক্সিকোতে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা

  10-07-2020 01:35PM


পিএনএস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের থাবায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। ভাইরাসটি এখন তাণ্ডব চালাতে শুরু করেছে আমেরিকার প্রতিবেশী দেশ মেক্সিকোতে। দেশটিতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে এই ভাইরাসের সংক্রমণ। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যায় রেকর্ড হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর এএফপি’র।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ২৮০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা একদিনে সর্বোচ্চ। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ২৮৩ জন।

মেক্সিকোতে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে গত ফেব্রুয়ারির শেষ দিকে। এর মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫২৬ জন; গত একদিনে মৃত্যু হয়েছে ৭৩০ জনের।

করোনা সংক্রমণ পরিস্থিতি এখনও উচ্চ পর্যায়ে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন মেক্সিকোর সংক্রামক রোগ বিস্তার বিভাগের পরিচালক হোসে লুইস আলোমিয়া।

এদিকে অচল অর্থনৈতিক চাকা সচল করতে জুন থেকেই লকডাউন পরিস্থিতি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার। এরপর থেকেই আক্রান্তের সংখ্যা আরও বাড়ছে।

১২ কোটি ৭০ লাখ জনগণের দেশটি করোনায় মৃত্যুতে বৈশ্বিক তালিকায় পঞ্চমস্থানে আছে। তাদের ওপরে চতুর্থস্থানে রয়েছে ইতালি, তৃতীয়স্থানে যুক্তরাজ্য। শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয়স্থানে ব্রাজিল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন