ভারতে মধ্যবিত্ত ব্যক্তির এক মাসের বিদ্যুৎ বিল দশ কোটি টাকা!

  11-07-2020 02:13PM

পিএনএস ডেস্ক: ভারতে এক মধ্যবিত্ত ব্যক্তির বাড়ির মাসিক বিদ্যুৎ বিলে দশ কোটি টাকা ধার্য করল ভারতের পাওয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (পিডিডি)।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন সূত্রে জানা গেছে, মে মাসের বিদ্যুৎ বিল পেয়ে চোখে অন্ধকার দেখছেন ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার প্রান্তিক গ্রাম গুহরিয়া শেখলিয়ার বাসিন্দা মোহাম্মদ হানিফ। ওই বিলের হিসেব অনুযায়ী, মে মাসে তিনি মোট দশ কোটি আট লাখ ৩৮ হাজার ১৩৮ টাকার বিদ্যুৎ খরচ করেছেন। এছাড়াও বলা হয়, বিদ্যুৎ বিলের সমস্যা নিয়ে এবার গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয়েছেন হানিফ।

হানিফের বিল প্রসঙ্গে পুঞ্চের জেলা কমিশনার রাহুল যাদব বলেছেন, ওটা করণিকের ভুলে হয়েছে। সংশোধন করে দেয়া হবে। তবে আসল কারণ বলতে পারবে পিডিডি, যদিও দেখে মনে হচ্ছে কম্পিউটারজনিত ভুল। দুই বার মিটার রিডিং পাঞ্চ হওয়ার ফলে এই বিপত্তি ঘটেছে বলে জানান তিনি।

জানা গেছে, বিতর্কিত বিদ্যুৎ বিলটি পাঠানো হয়েছিলো মেন্ধার মহকুমার পিডিডি-র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দফতর থেকে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিদ্যুতের বিলে যখন তখন বড় মাপের সংখ্যা বসিয়ে এর আগেও একাধিক রেকর্ড গড়ার কৃতিত্ব রয়েছে পিডিডির।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন