বন্যা ও ভূমিধসে নেপালে ২৩ জনের মৃত্যু

  11-07-2020 08:14PM

পিএনএস ডেস্ক : বন্যা ও ভূমিধসে নেপালের পশ্চিমাঞ্চলে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে আজ শনিবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার উত্তরের ম্যাগদী জেলায় মারা গেছেন নয়জন এবং নিখোঁজ আছেন ৩০ জন। সেখানকার বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জ্ঞান নাথ দাখাল।

তিনি বলেন, ‘উদ্ধারকারী দল দুর্গত অঞ্চলে কেবল পৌঁছানোয় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে হেলিকপ্টারে করে ৫০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’

পর্যটন নগরী পোখরার একজন সরকারি কর্মকর্তা জানান, কাসকি জেলায় মারা গেছেন সাত জন। আরও সাতজনের মৃত্যু হয়েছে জাজরকোট জেলায়। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কিশোর শ্রেষ্ঠ বলেন, ‘আমরা এখনো নিখোঁজ আটজনকে খুঁজছি।’

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন