বিশ্বজুড়ে করোনাক্রান্তের সংখ্যা ১ কোটি ৩২ লাখ ছাড়াল

  14-07-2020 11:32AM

পিএনএস ডেস্ক: মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এ সংখ্যা ১ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৪২৭ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬০১ জনের।

এ পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ৭৭ লাখ ৭ হাজার ৬০১ জন। ওয়ার্ল্ডোমিটার সূত্র এ সংখ্যা জানা গেছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৭৯ হাজার ৪৮৩ জন আর মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন। দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। সেখানে এ পর্যন্ত মোট আক্রান্ত ১৮ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন এবং মারা গেছেন ৭২ হাজার ৯২১ জন।

এছাড়া আক্রান্তে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এ পর্যন্ত মোট আক্রান্ত ৯ লাখ ৭ হাজার ৬৪৫ জন। আর মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে যুক্তরাজ্য। সেখানে মারা গেছে ৪৪ হাজার ৮৩০ জন।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন