ফের আক্রান্ত বাড়ায় উদ্বিগ্ন জার্মানি

  29-07-2020 10:43AM


পিএনএস ডেস্ক: ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জার্মানিতে করোনায় প্রাণহানি কিছুটা কম। তবে সম্প্রতি আক্রান্ত বাড়ছে। জার্মানির জনস্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, দেশে করোনার ঊর্ধ্বমুখী এই সংক্রমণ নিয়ে তিনি ‘খুবই উদ্বিগ্ন’। খবর বিবিসির।

দেশটির জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কচ ইনস্টিটিউটের (আরকেআই) প্রধান লোথার উইলার মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, ‘ক্রমবর্ধমান এক মহামারির মাঝ পর্যায়ে রয়েছি আমরা। জার্মানরা স্বাস্থ্যবিধি ‘অবহেলা’ করছে জানিয়ে সবাইকে মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি মানাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।’

বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, গত সপ্তাহে জার্মানিতে নতুন করে আরও ৩ হাজার ৬১১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দ্বিতীয় দফায় ইউরোপের দেশগুলোতে করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যেই জার্মানির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এমন সতর্কবার্তা উচ্চারণ করলেন।

জার্মানিতে এখন পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা ২ লাখ ৮ হাজার প্রায়। শীর্ষ আক্রান্তে বাংলাদেশেরও দুই ধাপ পেছনে থাকা এই দেশটিতে ৯ হাজারের বেশি মানুষ মারা গেছে। তবে আক্রান্তদের মধ্যে ১ লাখ ৯১ হাজারের বেশি এখন সুস্থ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন