বিদেশী কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা কোরিয়ান সরকারের

  29-07-2020 03:42PM


পিএনএস ডেস্ক: কোভিড-১৯ মহামারীতে বিদেশি কর্মী, যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে যেতে পারছে না তাদেরকে বৈধভাবে থাকার অনুমতি প্রদানে ভিসার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া।

আজ বুধবার প্রধানমন্ত্রী চুং-সি-কিউন বলেছেন, সরকার বিদেশী কর্মীদের থাকার ব্যবস্থা দীর্ঘায়িত করার জন্য এবং সাময়িকভাবে তাদের প্রতিষ্ঠানে কাজ করতে দেওয়ার পরিকল্পনা করছে।

চুন বলছেন, যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সারা বিশ্বে ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে চলে যেতে পারছেন না এটি তাদের জন্য ভালো সুযোগ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন