বিশ্বে করোনায় মৃত বেড়ে ৬ লাখ ৭০ হাজার

  30-07-2020 09:35AM

পিএনএস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ছয় লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত ছাড়িয়ে গেছে এক কোটি ৭১ লাখ।

শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান জানিয়ে আসা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল নাগাদ সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৭১ লাখ ৮৫ হাজার ছাড়িয়ে গেছে।

করোনায় এখন পর্যন্ত মারা গেছে ছয় লাখ ৭০ হাজার ১৫৫ জন। সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৭০ হাজারের কাছাকাছি মানুষ।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৪৫ লাখ ৬৮ হাজার রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৫৩ হাজারের বেশি লোক।

আক্রান্তে এবং মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে সাড়ে ২৫ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে।

আক্রান্তে তৃতীয় স্থানে আছে ভারত। দেশটিতে ১৫ লাখ ৮০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৫ হাজারের বেশি। মৃতের হিসাবে অবশ্য ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।

৪৬ হাজারের কাছাকাছি মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।

এরপরেই চতুর্থ অবস্থানে থাকা মেক্সিকোতে মারা গেছেন ৪৫ হাজারের বেশি মানুষ। দেশটিতে আক্রান্ত চার লাখ ছাড়িয়ে গেছে।

এছাড়া ৩৫ হাজারের বেশি মৃত্যু নিয়ে পঞ্চম স্থানে থাকা ইতালিতে আক্রান্ত আড়াই লাখের কম। শুরুতে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইউরোপের দেশটিতে দৈনিক মৃতের সংখ্যা একেবারেই কমে এসেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন